পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে নিয়োজিত সরকারের সর্ববৃহৎ প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর মূল লক্ষ্য হচ্ছে মানব সংগঠনভিত্তিক উন্নত পল্লী গঠন।পল্লীর জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে বিআরডিবি পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনমূলক মূল কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন কর্মসূচি ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। বিআরডিবি’র চলমান কর্মপ্রয়াসের অংশ হিসেবে গত তিন বছরে৭.২৭হাজার মানব সংগঠন সৃষ্টির মাধ্যমে পল্লীর জনগনকে উন্নয়নের জন্য সংগঠিত করা,১.৫৯লক্ষনতুন সুফলভোগীর অন্তর্ভুক্তি, উপকারভোগীদের ৮৫.৪১ কোটি টাকানিজস্ব মূলধন গঠন, ৫.৮৪লক্ষসুফলভোগীকে বিভিন্ন উৎপাদনমূখী ও আয়বর্ধনমূলক কার্যক্রমের উপর প্রশিক্ষণ প্রদান, মূলধন সহায়তা হিসেবে ২৯৩২.২৮ কোটি টাকাঋণ বিতরণ, আদায়যোগ্য ঋণ হতে ২৭৬৫.০৪কোটি টাকাঋণ আদায় করা হয়েছে। এছাড়া প্রকল্পের আওতায় ১০৮৬টি ক্ষুদ্র অবকাঠামো নির্মাণ, কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সেচ যন্ত্রগুলো সচল রাখার জন্য ২২৮টি সেচ যন্ত্র মেরামত করা হয়েছে।বর্তমানে এসকল কার্যক্রম বাস্তবায়নেমূলকর্মসূচিরপাশাপাশিমোট ০৫টি বার্ষিক কর্মসূচিভুক্ত প্রকল্প চলমান রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস